মোহাম্মদ আব্দুল গফুরঃ-
নতুন বছরকে বরণ করতে যখন অনেকেই আতসবাজি, ডেটিং,আড্ডাবাজি, পার্টি উৎসব উন্মাদনার মাধ্যমে উদযাপন করে, তখনই কিছু স্বপ্নবাজ তরুন রাতের আধারে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের- অলিতে-গলিতে খুঁজে বেড়ায় অসহায় ও শীতার্ত মানুষদের। প্রতিবারের ন্যায় এবারো ব্যতিক্রমী মানবিক বর্ষবিদায় ও বর্ষবরণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম স্বপ্নযাত্রী ফাউন্ডেশন।
প্রতিবছরের ন্যায় এই বছরও শুক্রবার (১ জানুয়ারি) থার্টি ফার্স্ট নাইটে নগরের বিভিন্ন পয়েন্টের ফুটপাতের অসহায়দের মাঝে ফুডব্যাংকের খাবার বিতরন এবং শীতবস্ত্র বিতরন করেছে সংগঠনটি।
ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে, খাদ্য অপচয় রোধ করে অভুক্তদের মাঝে খাবার বিতরনের চলমান কর্মসূচীর এটি ছিল স্বপ্নযাত্রী ফাউন্ডেশন ফুডব্যাংকের ১৬৯ তম ইভেন্ট।
স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য রিদুয়ান হৃদয় ও আবিদ বিন হারুনের উপস্থিতিতে খাবার ও শীতবস্ত্র বিতরন করা হয় নগরীর বহদ্দারহাট,মুরাদপুর,২ নং গেইট, জিইসি, ও চকবাজারে ফুটপাতে পরে থাকা অসহায় মানুষের মাঝে। হঠাৎ এই সময় খাবার ও শীতের কাপড় পেয়ে তাদের মুখে হাসির ঝলক ফুঠে।
অনুষ্ঠিত ইভেন্টে অন্যদের মাঝে উপস্থিত থেকে অংশগ্রহণ করেন মহানগর শাখার সাভপতি আবদুল কাদের বাদশা,মঈন উদ্দীন জনি,তালহা রহমান,মোহাম্মদ হাসান,পারভেজ হাবিব,জামান চৌধুরী শিপলু,জসিম উদ্দীন সহ আরো অনেকেই।