বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মহাসচিব মোহাম্মদ আলী এর জন্মদিন উপলক্ষে ঢাকা জেলা কমিটির উদ্যোগে পহেলা জানুয়ারি ২০২১ইং জন্মদিনের কেক কেটে জন্মদিন উদযাপন, এবং অসহায় হতদরিদ্রদের মাঝে খাবার ও শীতবস্ত্র বিতরণ করে সংগঠনটির ঢাকা জেলা কমিটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাংবাদিক এম.এ.আশরাফ উদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা কমিটির সভাপতি সেলিম আহমেদ রাজু । সভাপতির বক্তব্যে তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে সরকারের পাশাপাশি সকলকেই যার যার অবস্থান থেকে অসহায় হতদরিদ্র সুবিধাবঞ্চিত শিশু ও নারীদের সহায়তায় এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এম.এ.আশরাফ বলেন, সকল শিশুর অধিকার, সুন্দরভাবে বাঁচিবার, এই প্রতিপাদ্যকে বুকে ধারণ করেই বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের পথচলা। তাই পথশিশু ও অসহায় সুবিধা বঞ্চিতদের কল্যাণে এই সংগঠনের নেতৃবৃন্দদের এগিয়ে আসা একান্ত জরুরী। পাশাপাশি সমাজের সকল বিত্তবানেরা যার যার অবস্থান থেকে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানোর জন্য ও তিনি আহ্বান জানান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির। যুগ্ন সাধারন সম্পাদক নাসিমা আক্তার সীমা, সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল খালেক, প্রচার সম্পাদক মোহাম্মদ ফরিদ গাজী, সাংবাদিক আলী হোসাইন রনি, শিল্পাঞ্চল থানার প্রস্তাবিত সভাপতি মোঃ গোলাম সরোয়ার রিপন সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠান শেষে সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান কে সাথে নিয়ে, ঢাকা মহাখালী থেকে শুরু করে হাতিরঝিল বনানী সহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে রাস্তার পাশে শুয়ে থাকা হতদরিদ্র ও অসহায়দের মাঝে খাবার ও শীত বস্ত্র বিতরণ করেন ঢাকা জেলা কমিটির কর্মীবৃন্দ।
সংবাদ বিজ্ঞপ্তি