শুভ সকাল ডেস্কঃ-
আজ ১৯ জানুয়ারী প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদি দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৫ তম জন্মবার্ষিকী আজ । ১৯৩৬ সালের এই দিনে জিয়াউর রহমান বগুড়া জেলার বাগবাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন।
বহুদলীয় গণতন্ত্রের রুপকার এই নেতার জন্মবার্ষিকীর এই দিনটিতে নানা কর্মসূচি গ্রহন করেছে বিএনপি ও তার অঙ্গসংগঠন সমূহ। কর্মসূচির মধ্যে রয়েছে, শেরেবাংলা নগরে জিয়ার মাজারে ফাতেহা পাঠ ও পুষ্পার্ঘ্য অর্পন, বিএনপির সব কার্যালয়ে দলিয় পতাকা উত্তোলন। বিশেষ ক্রোড়পত্র ও পোস্টার প্রকাশ, জিয়াউর রহমানের জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা ও আলোকচিত্র প্রদর্শনি সহ বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পের আয়োজন। এছাড়া মঙ্গলবার (১৯ জানুয়ারী) বিকেল ৩টায় বিএনপির উদ্যোগে কেন্দ্রীয়ভাবে ভার্চুয়াল আলোচনা সভা করার আয়োজন করেছে দলটি।
শৈশবে জিয়াউর রহমানের ডাকনাম ছিলো কমল। সময়ের পরিক্রমায় জিয়াউর রহমান নামে সর্বত্র ছড়িয়ে পরে তার খেতাব। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাঁকে বীরউত্তম খেতাবে ভূষিত করে। তিনি ছিলেন বাংলাদেশের সপ্তম রাষ্ট্রপতি, সাবেক সেনাপ্রধান এবং একজন বীর মুক্তিযোদ্ধা।