মোহাম্মদ মাসুদুর রহমান( চট্টগ্রাম):-
রেমিটেন্স যোদ্ধা কাতার প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ রাশেদ মৃত্যুতে তার পরিবারসহ শিকারপুর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। গত ১৫ই জানুয়ারি শনিবার কাতারে চিকিৎসাধীন অবস্থায় তিনি হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। তার মৃতদেহ বাংলাদেশে এনে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মোহাম্মদ রাশেদ এর নিজ গ্রামের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নস্থ পূর্ব শিকারপুর গ্রামে। হাটহাজারীর এ কৃতিসন্তান ছাত্র অবস্থায় ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে। পরবর্তীতে তিনি কাতারের কাতার প্রবাসী যুবলীগ সহ বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত ছিলেন। তিনি তার নিজ এলাকায় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সহ জনকল্যাণমূলক কর্মকান্ডে নিয়োজিত ছিলেন। তার মৃত্যুতে সমগ্র শিকারপুর ইউনিয়ন এ শোকাবহ পরিবেশ বিরাজ করছে।
মোহাম্মদ রাশেদ এর পরিবারের পক্ষ থেকে তাঁর শুভাকাঙ্খীদের প্রতি দোয়া ও রুহের মাগফেরাত কামনায় বিশেষ অনুরোধ করা হয়। মরহুম মোঃ রাশেদ মৃত্যুকালে অনেক গুনাগ্রাহী রেখে যান।