জুনায়েদ হাসানঃ-
করোনার কারনে থমকে গিয়ে অনেক জল্পনা কল্পনার পর অনুষ্ঠিত হলো চট্টগ্রাম সিটি কর্পোরেশন( চসিক) নির্বাচন । ২৭শে জানুয়ারি বুধবার নগরীর ৪১ টি ওয়ার্ডের মধ্যে ৪০ টি ওয়ার্ডে সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত একযোগে সব কেন্দ্রে ভোটগ্রহণ চলে। সব কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) পদ্ধতিতেই ভোটগ্রহণ হয়। নগরজুড়ে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ১৮ হাজার সদস্য ছিল মাঠে । এরপরেও সকাল থেকে বিভিন্ন ওয়ার্ডে বিচ্ছিন্নভাবে সহিংসতা ও সংঘাতের ঘটনা ঘটে ।
পুরোদিন ভোটগ্রহন ও গননা শেষে ২৮ জানুয়ারি দিবাগত রাত ১টা ৩৫ মিনিটে নগরীর এমএ আজিজ স্টেডিয়ামস্থ জিমনেশিয়াম হলে নির্বাচন কমিশনের অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষ থেকে নির্বাচনে বিজয়ীদের নাম ঘোষণা দেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান ।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে সাতজন, সাধারণ কাউন্সিলর পদে ১৭২ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৫৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে বেসরকারিভাবে মেয়র পদে এম রেজাউল করিম চৌধুরী ও ৪১ টি ওয়ার্ডের মধ্যে ৩৯টি ওয়ার্ডেই জয় পেয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা। এর মধ্যে নিজ দলীয় প্রার্থীদের বিরুদ্ধে ভোটে জিতেছেন ৬ বিদ্রোহী। একইভাবে সংরক্ষিত কাউন্সিলর পদে ১৪টি ওয়ার্ডেই জয় পেয়েছেন আওয়ামী লীগ সমর্থিত নারী প্রার্থীরা। এর মধ্যে নিজ দলীয় প্রার্থীদের বিরুদ্ধে ভোটে জিতেছেন এক বিদ্রোহী প্রার্থী।
নির্বাচনে বিজয়ী কাউন্সিলর যারা , তার হলেন……… ১নং ওয়ার্ডে গাজী মো. শফিউল আজিম , ,২ নং ওয়ার্ডে সাহেদ ইকবাল বাবু (বিদ্রোহী প্রার্থী ) , ৩ নং ওয়ার্ডে হাজী শফিকুল ইসলাম (বিদ্রোহী প্রার্থী ) , ৪ নং ওয়ার্ডে এসরারুল হক (বিদ্রোহী প্রার্থী ) , ৫ নং ওয়ার্ডে কাজী নুরুল আমিন (মামুন) , ৬ নং ওয়ার্ডে আশরাফুল আলম ,৭ নং ওয়ার্ডে মোবারক আলী , ৮ নং ওয়ার্ডে মোরশেদ আলম , ৯ নং ওয়ার্ডে নুরুল আবছার মিয়া , ১০ নং ওয়ার্ডে নিছার উদ্দীন আহমেদ, ১১ নং ওয়ার্ডে মোহাম্মদ ইসমাইল , ১২ নং ওয়ার্ডে মো. নুরুল আমিন , ১৩ নং ওয়ার্ডে ওয়াসিম উদ্দীন চৌধুরী , ১৪ নং ওয়ার্ডে আবুল হাসনাত মোহাম্মদ বেলাল, ১৫ নং ওয়ার্ডে গিয়াস উদ্দীন, ১৬ নং ওয়ার্ডে সায়েদ গোলাম হায়দার মিন্টু , ১৭ নং ওয়ার্ডে শহীদুল ইসলাম, ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কাউন্সিলর মো. হারুনুর রশিদ , ১৯ নং ওয়ার্ডে নুরুল আলম মিয়া , ২০ নং ওয়ার্ডে চৌধুরী হাসান মাহমুদ হাসনী , ২১ নং ওয়ার্ডে শৈবাল দাস সুমন, ২৩ নং ওয়ার্ডে মোহাম্মদ জাবেদ, ২৪ নং ওয়ার্ডে নাজমুল হক ডিউক, ২৫ নং ওয়ার্ডে আবদুস সবুর লিটন, ২৭ নং ওয়ার্ডে জাফরুল হায়দার চৌধুরী , ২৮ নং ওয়ার্ডে নজরুল ইসলাম বাহাদুর, ২৯ নং ওয়ার্ডে গোলাম মোহাম্মদ জোবায়ের , ৩০ নং ওয়ার্ডে আতাউল্লাহ চৌধুরী ,৩২ নং ওয়ার্ডে জহর লাল হাজারী , ৩৩ নং ওয়ার্ডে হাসান মুরাদ বিপ্লব , ৩৪ নং ওয়ার্ডে পুলক খাস্তগীর , ৩৫ নং ওয়ার্ডে হাজী নুরুল হক , ৩৬ নং ওয়ার্ডে মো. মোরশেদ আলী , ৩৭ নং ওয়ার্ডে আব্দুল মান্নান, ৩৮ নং ওয়ার্ডে গোলাম মোহাম্মদ চৌধুরী , ৩৯ নং ওয়ার্ডে জিয়াউল হক সুমন , ৪০ নং ওয়ার্ডে আব্দুল বারেক , ৪১ নং ওয়ার্ডে সালেহ আহমদ চৌধুরী।
সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর যারা , ১. ফেরদৌস বেগম মুন্নি ২. জোবাইরা নার্গিস ৩. জেসমিন পারভীন জেসি ৪. তছলিমা বেগম ৫. আঞ্জুমান আরা ৬. শাহীন আক্তার চৌধুরী ৭. রুমকি সেনগুপ্ত ৮. নিলু নাগ ৯. জাহেদা বেগম পপি ১০. হুরে আরা বেগম ১১. ফেরদৌসি আকবর ১২. আফরোজা বেগম ১৩. লুৎফুন্নেছা দোভাষ ।
উল্লেখ্য, ৩১ নং আলকরন ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী তারেক সোলেমান সেলিমের মৃত্যুতে এই ওয়ার্ডে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন । নির্বাচনটি আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
Discussion about this post