নিজস্ব প্রতিবেদকঃ-
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন আজ শনিবার নগরীর পতেঙ্গা কাঠগড় এলাকার মুসলিমাবাদ খাল পরিদর্শনে গিয়ে ময়লা-আবর্জনা দেখে অসন্তোষ প্রকাশ করেন। খালটিতে গৃহস্থালী ময়লা আবর্জনা ও বর্জ্যে ভরাট হয়ে গেছে। এ অবস্থা দেখে প্রশাসক আগামীকাল (রোববার) এর মধ্যে খাল পরিস্কারের ব্যবস্থা নিতে কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগকে নির্দেশ দিয়েছেন।
জেলেপাড়া সংলগ্ন এই আবর্জনার কারনে মশার বংশবিস্তার বৃদ্ধি পাওয়ায় খালটি দ্রুত পরিস্কারের ব্যবস্থা নিচ্ছেন তিনি । পরে প্রশাসক পতেঙ্গা কাঠগড় এলাকার রাস্তাঘাটে বর্তমান অবস্থা প্রত্যক্ষ করে পতেঙ্গা মহিলা উচ্চ বিদ্যালয় ও কলেজ (কাম সাইক্লোন সেন্টার) নতুন ভবনের নির্মান কাজ পরিদর্শনে যান। সিটি গর্ভনেন্স প্রজেক্ট “সিজিপি” এর অধীনে নতুন এ ভবন সরকার ও জাইকার অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়ন করছে। প্রশাসক ভবনের ছাদ ঢালাইয়ের কাজ প্রত্যক্ষ করেন এবং প্রকল্পের সংশ্লিষ্ট প্রকৌশলীদের গুনগত মান অক্ষুন্ন রেখে নির্মাণ কাজ সম্পন্ন করতে বলেন।
পরবর্তীতে প্রশাসক পতেঙ্গা থেকে বাসভবন পর্যন্ত যাত্রাপথে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড এবং পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এছাড়া নগরীর ডি.টি রোডের সিডিএ মার্কেট অংশে চলমান এলইডি লাইন স্থাপন কাজও পরিদর্শন করেন চসিক প্রশাসক। এসময় চসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝুলন কুমার দাশ, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম প্রশাসকের সাথে ছিলেন।