নিজস্ব প্রতিবেদক:-
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী নিজ পরিবারের সদস্য, কাউন্সিলরবৃন্দ ও দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে শুক্রবার ১২ ফেব্রুয়ারী বাদ জুমা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পবিত্র সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে জিয়ারত করেন।
এসময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব আ.জ.ম.নাছির উদ্দীন,নব-নির্বাচিত কাউন্সিলরবৃন্দ,পরিবারের সদস্য এবং দলীয় নেতাকর্মীরা সাথে ছিলেন।
এর আগে সকালে ঢাকা থেকে মেয়র রেজাউল করিম চৌধুরীর গাড়ি বহর গোপালগঞ্জের উদ্দ্যেশে যাত্রা করে। দুপুরে মেয়র রেজাউল করিম চৌধুরী গাড়িবহর গোপালগঞ্জের টুুঙ্গিপাড়ায় পৌঁছে।