নিজস্ব প্রতিবেদকঃ-
চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন পাঁচ লক্ষ টাকার চেক প্রতারণার দায়ে নূরে আলম নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হওয়ায় ব্যবসায়ীকে মামলা তুলে নেয়ার হুমকির অভিযোগ উঠেছে । এ বিষয়ে ১৬ই ফেব্রুয়ারি সোমবার সিএমপি’র খুলশী থানায় একটি সাধারন ডায়েরি করা হয় । জিডি নং…৯৪৪ ।
ভুক্তভোগী ইকবাল শুভ সকাল নিউজকে জানান , বছর দু-এক আগে নগরীর সাগরিকা এলাকায় থাকার সুবাদে স্ক্র্যাপ ব্যবসায়ী নূরে আলমের সাথে পরিচয় হয় আমার। এক পর্যায়ে আমাদের সম্পর্ক গভীর হলে নূরে আলম আমাকে ব্যবসার প্রস্তাব দিলে ব্যবসার জন্য আমি তাকে ৫ লাখ টাকা দিই । নুরে আলম প্রথমে ব্যবসা শুরু করতে গড়িমসি করেন। একপর্যায়ে নুরে আলম আমার সাথে পল্টি নেয়। তারপর একের পর এক বাহানায় সে টাকা আত্মসাতের চেষ্টা করে।
বিষয়টি আঁচ করতে পেরে আমি টাকা ফেরত চাইলে শুরু হয় হুমকি-ধমকি। টাকা না দেওয়ার জন্য বিভিন্ন প্রকার বাহানা দেয় সে। পরে বিষয়টি নিয়ে স্থানীয় লোকজন সালিশ করে টাকা ফেরত দিতে বললে নুরে আলম গত বছরের ১২ আগস্ট ৫ লাখ টাকার একটি চেক দেন আমাকে। পরে চেকে দেওয়া ২৯ অক্টোবর ২০২০ইং তারিখ অনু্যায়ী ব্যাংকে গিয়ে ওই চেক জমা দিলে ব্যাংকে পর্যাপ্ত ব্যালেন্স না থাকায় ব্যাংক ওই চেক ডিজঅনার করে।
একপর্যায়ে টাকা না পেয়ে গত বছরের ২১ নভেম্বর নুরে আলমকে উকিল নোটিশ প্রেরণ করি এবং ১৫ ডিসেম্বর চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন আদালতে মামলা দায়ের করি। এরপর চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি মামলার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত । গ্রেপ্তারি পরোয়ানার খবর পেয়ে নুরে আলম ১৫ ফেব্রুয়ারি আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন।
ইকবাল আরো জানান,জামিন নিতে না নিতেই নুরে আলম মামলা তুলে নিতে আমাকে মুঠো ফোনে ( যাহার নাম্বার ০১৭১১২০৫২৭৩) থেকে বিভিন্ন প্রকার চাপ প্রয়োগ করে এবং আমার বাসায় গিয়ে হুমকি দেয় । একপর্যায়ে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি । বিষয়টি নিয়ে আইনী সহযোগীতার জন্য আমি খুলশী থানায় একটি সাধারণ ডায়েরি করি ।
তবে এ বিষয়ে অভিযুক্ত নুরে আলমের সাথে মুঠোফোনে যোগাযোগের চেস্টা করলে তাকে পাওয়া যায়নি ।