শুভ সকাল ডেস্কঃ-
একুশে ফেব্রুয়ারি বিশ্বের বিস্ময়, আর এই বিস্ময়কে কাজে লাগিয়ে শহীদ মিনার কেন্দ্রিক জাদুঘর নির্মাণ করতে হবে । যাতে করে নতুন প্রজন্মের প্রতিনিধিরা আলোকিত হতে পারে।
২১ ফেব্রুয়ারি রাত ২ টায় স্বাস্থ্যবিধি মেনে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর পর গণমাধ্যমের সাথে আলাপকালে নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী এসব কথা বলেছেন ।
মোমিন মেহেদী এসময় আরো বলেন, নতুন প্রজন্মের রাজনীতিকদেরকে সকল অন্যায়-অপরাধ-দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য রাজপথে থাকতে হবে বায়ান্নকে প্রেরণা হিসেবে বুকে লালন করে।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, কেন্দ্রীয় সদস্য রাকিব হাসান শাওন, রিয়াজ সিকদার প্রমুখ ।