রায়হানুল ইসলাম :-
চট্টগ্রাম নগরীতে মোবাইল ছিনতাইকারীকে হাতেনাতে ধরেছে সিএমপি ট্রাফিক পুলিশ। শনিবার বিকেলে নগরীর চান্দগাঁও এলাকায় স্বাধীনতা কমপ্লেক্সের সামনে মোবাইল ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় চার ছিনতাইকারীকে উত্তর বিভাগের দায়িত্বরত সার্জেন্ট মো. শামীম আলম তাদের হাতেনাতে আটক করেন।
আটককৃত ছিনতাইকারীরা হলেন মো. সেলিম (২২), মো. হাছান (২০), মো. সাজ্জাদ (২০), মো. জসিম (২১)। তারা বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মোবাইল ছিনতাই করেন বলে জানায় পুলিশ।
ট্রাফিক সার্জেন্ট মো. শামীম আলম জানান, দায়িত্বরত অবস্থায় দুই যুবকের চিৎকার শুনে দেখি- একটি সিএনজি অটোরিকশাযোগে চার ছিনতাইকারী তাদের মোবাইল ফোন নিয়ে পালিয়ে যাচ্ছে। সাথে সাথে ওই সিএনজি অটোরিকশাকে ধাওয়া করে চার ছিনতাইকারীকে আটক করি।
তারা ইতোপূর্বে আরও কয়েকটি মোবাইল ফোন ছিনতাই করেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
পরে ওই চার ছিনতাইকারীকে চান্দগাঁও থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়।
Discussion about this post