জিয়াউর রহমান জিতু,( মীরসরাই) :-
মীরসরাইয়ের সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন স্বপ্নতরী-৭১ এর এক ঝাঁক তরুণ, পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান এসো অবদান রাখি “এসো শপথ করি, পরিচ্ছন্ন দেশ গড়ি”এই স্লোগানকে সামনে রেখে (২৮জুন) শুক্রবার পরিবেশ বিষয়ক সম্পাদক আল আমিন শাওন, সাধারন সম্পাদক নুর
সদস্য ওমর ফারুক, রোহান হোসেন বাদশা,
শাখাওয়াত হোসেন- তাসকিন আহমেদ সিহাব-
এই পরিস্কার পরিচ্ছন্নতা ও সচেতনতা বৃদ্ধি কার্যক্রম খৈয়াছড়া ঝর্ণায় পর্যটকদের পরিত্যক্তা,পলিব্যাগ, প্লাস্টিকের বোতল, চিপ এর প্যাকেট সহ পরিত্যক্ত জিনিস পরিস্কার করে।
স্বপ্নতরী-৭১ এর স্লোগান এসো অবদান রাখি মানবতার কাজে নিজেকে নিয়োজিত রাখি।
সংগঠনের পরিবেশ বিষয়ক সম্পাদক আল আমিন শাওন বলেন আমাদের সংগঠন স্বপ্নতরী-৭১ বিভিন্ন সামাজিক কাজের পাশাপাশি পরিস্কার, পরিচ্ছন্ন ও সচেতনতা বৃদ্ধি কার্যক্রম শুরু করি, এই পরিস্কার পরিচ্ছন্ন অভিযান আমাদের তৃতীয় কার্যক্রম। আমরা এর আগে মীরসরাই পৌর বাজার ও খৈয়াছরা ঝর্ণা পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান করি । সামাজিক কাজের পাশাপাশি রক্ত দানে আমাদের সংগঠন দৃষ্টান্ত মূলক ভুমিকা রেখে আসতেছে।