অনলাইন নিউজ চ্যানেল জনতা টিভি ও মানব কল্যাণ ফোরাম এর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল এবং সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরন কর্মসূচী করা হয়েছে।
শনিবার বিকেলে নগরীর স্টেডিয়াম এলাকায় অকটি অভিযাত রেষ্টুরেন্টে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক আওয়ামি যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও আওয়ামিলীগ নেতা সৈয়দ মাহমুদুল হক, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগ আহ্বায়ক আলহাজ্ব মোঃ মহিউদ্দিন বাচ্চু ।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ এর প্রচার ও প্রকাশনা উপ -কমিটির সদস্য রাশেদুল ইসলাম রাশেদ ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানব কল্যাণ ফোরাম ও জনতা টিভি নিউজ এর চেয়ারম্যান লায়ন এম.এ হোসেন বাদল।
অনুষ্ঠানে আরো উপস্তিত ছিলেন মানবাধিকার নেতা আমিনুল হক বাবু, সোহেল আক্তার খান, এডভোকেট আফসারুল হক, এডভোকেট মাসুদুল আলম বাবলু , সাংবাদিক কামাল উদ্দিন , সম্মিলিত সামাজিক সংগঠন পরিষদের সদস্য সচিব মোঃ এহসান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্য বলেন, সৈয়দ মাহমুদুল হক বলেন মানবতার কল্যাণে মানবিক ফোরামের কার্যক্রম প্রশংসার দাবি রাখে এবং মাননীয় প্রধানমন্ত্রী বলিষ্ঠ নেতৃত্বে করোনা কাল বিশ্বের উন্নত দেশের সাথে তাল মিলিয়ে বাংলাদেশে অনেক ক্ষেত্রে এগিয়ে আছে।
প্রধান বক্তা মহিউদ্দিন বাচ্চু বলেন, করোনা মহামারীর মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণেই বাংলাদেশে এগিয়ে যাচ্ছে । মহামারী করোনা কাল প্রতিবেশী ভারতের তুলনায় বাংলাদেশে অনেক ভালো অবস্থানে আছে।এসময় তিনি মানবিক ফোরাম কল্যাণ মূলক কার্যক্রমের ভূয়শী প্রশংসা করে।
বিশেষ অতিথি বক্তব্যে রাশেদুল ইসলাম রাশেদ বলেন করোনাকালীন মানবিক ফোরাম কার্যক্রম প্রশংসার দাবি রাখে সমাজের কর্পোরেট হাউস সহ বিত্তশালীদের সুবিধাবঞ্চিত মানুষের পাশে এগিয়ে আসতে হবে।
উল্লেখ্য যে, মানব কল্যাণ ফোরামের উদ্যোগে এ যাবত এক হাজার মানুষের মাঝেই ইফতার সামগ্রী বিতরণ করেন লায়ন এম এ হোসেন বাদল। তিনি সমাজের বিত্তশালীদের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে সহযোগিতার হাত প্রসারিত করার আহ্বান জানান।
সংবাদ বিজ্ঞপ্তি :