আব্দুল গফুরঃ-
বন্দরনগরী চট্টগ্রামের অন্যতম ক্রীড়া ও বিনোদন মূলক এলাকা কাজির দেউরী সংলগ্ন এম এ আজিজ স্টেডিয়াম টাইলস্ মার্কেটের পরিত্যক্ত সিঁড়ির সম্মুখে প্রতিনিয়ত ময়লা আবর্জনা ফেলে জমা হয়েছে ময়লার স্তুপ, ফলে দূষিত হচ্ছে পরিবেশ। মার্কেটের সুস্থ পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট মহলের অসেচনতাই এমনটা হতে পারে বলে মনে করছে মার্কেটে আসা ক্রেতারা।
ময়লা আবর্জনা ভরা ছবিটি সম্প্রতি সময়ে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম টাইলস্ মার্কেট থেকে ক্যামেরা বন্দী করা হয়ছে। ছবি:শুভ সকাল নিউজ।