কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মিয়া বাজারস্থ হাইওয়ে ইন রেস্টুরেন্ট এর সামনে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ চট্টগ্রাম এর একটি আভিযানিক দল আজ ২৫ মে মংগলবার সকাল ৮ টায় বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি একটি বস্তা নিয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ধাওয়া করে মোঃ মাছুম বিল্লাল (২৫) কে আটক করে।
ধৃত আসামীর পিতা- সৈয়দ রাজ, মাতা- লুৎফুন্নাহার, সাং- সূত্রাপুর মিস্ত্রিবাড়ী, থানা- সদর দক্ষিন, জেলা- কুমিল্লা’ । পরবর্তীতে উপস্থিতি সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তার দেখানোমতে নিজ হেফাজতে থাকা বস্তা তল্লাশি করে ১৬ কেজি গাঁজা উদ্ধারসহ আসামিকে গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ০২ লক্ষ ৪০ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, সে দীর্ঘদিন যাবত কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা কুমিল্লাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রয় করে আসছে।
গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব-৭ চট্টগ্রাম ।
সংবাদ বিজ্ঞপ্তিঃ