রায়হানুল ইসলাম:-
চট্টগ্রামের হালিশহরের ঈদগাহ বড়পুকুর পাড় এলাকার বাসিন্দা আরিফ(২৮)। ছোট ছোট স্বপ্ন নিয়ে তার জীবন।
আরিফ পেশায় একজন পরিবহণ সেক্টরের কর্মচারী। কর্মজীবনের পাশাপাশি অসহায় নিরীহ মানুষের পাশে থাকতে চান আরিফ। এলাকার সামাজিক এবং নিরীহ মানুষদের নিয়ে আরিফের স্বপ্ন, কোথায় মানুষ বিপদে পড়েছে কোথায় বৃদ্ধা পড়ে আছে সে সব সময় খুঁজে বেড়ায়। কখনো দেখা যায় মানুষ হাঁটার জন্য রাস্তার ছোটখাটো কাজ করছেন ,আবার কখনো দেখা যায় রাস্তার ধুলাবালি জমাট মাটি নিজ হাতে পরিষ্কার করছেন। আরিফ শুভ সকালকে জানান, সে জীবনে অনেক বড় হওয়ার স্বপ্ন দেখে, তার স্বপ্ন হলো সে বড় হয়ে গরীব দুঃখী সাধারণ মানুষের পাশে দাঁড়াবে,যদিও আহামরি অর্থ নেই তার, তারপরো অসহায় রাস্তার মানুষের পাশে থাকার চেস্টা আরিফের।