চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন ভাটিয়ারী এলাকায় অভিযান চালিয়ে ১,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭, চট্টগ্রাম । রবিবার ( ২০ জুন ) রাত সাড়ে ১০ টার দিকে র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল তাদের আটক করে ।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এরই পরিপেক্ষিতে র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে দুইজন ব্যক্তি দৌঁড়ে পালিয়ে যাওয়ার সময় র্যাব সদস্যরা তাদের ধাওয়া করে এবং আসামী ১, সুজন চন্দ্র নাথ (৩২), পিতা-মৃত ফকির চন্দ্র নাথ, সাং-দক্ষিণ ছলিমপুরও ২, মোঃ ফারুক (৩৬), পিতা-মৃত আবুল কাসেম, সাং- সমাদরপাড়া আবাসিক, উভয় থানা-সীতাকুন্ড, জেলা- চট্টগ্রামকে আটক করে।
পরবর্তীতে আটককৃত আসামীদের দেহ তল্লাশি করে নিজ হেফাজতে থাকা ১,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ০৩ লক্ষ টাকা। গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবত চট্টগ্রাম জেলার মাদক ব্যবসায়ীদের নিকট হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানায় সোপর্দ করা হয়েছে বলে জানায় র্যাব-৭ ।