মহামারী করোনার প্রকোপ দিন দিন বেড়েই চলেছে , বাড়ছে মৃত্যুর হারও । করোনা সংক্রমণ ঠেকাতে সরকার একদিকে দিয়েছে কঠোর লকডাউন , অন্যদিকে স্বাস্থ্যবিধি মানার দিয়েছে কঠোর নির্দেশনা । আর এই নির্দেশনা না মানলে দেয়া হচ্ছে শাস্তি ।
এই প্রেক্ষিতে চট্টগ্রাম নগরীতে স্বাস্থ্যবিধি না মানায় ১৩ জন পথচারীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত । শনিবার নগরীর বিভিন্ন এলাকায় চসিকের ভ্রাম্যমান আদালতের অভিযানে এ জরিমানা করা হয় ।
এসময় সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌসের নেতৃত্বে নগরীর জুবিলী রোড, এনায়েত বাজার মোমিন রোড, জামালখান, চট্টগ্রাম কলেজ রোড, চকবাজার, কাতালগঞ্জ, পাঁচলাইশ মোড়, সুগন্ধা আবাসিক এলাকা, ওআর নিজাম রোড, কে বি ফজলুল কাদের রোড এলাকায় করোনা ভাইরাস জনিত রোগের বিস্তার রোধে সরকারি স্বাস্থ্যবিধি অমান্য করায় ১৩ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ১ হাজার ৭শত টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে ম্যজিস্ট্রেট পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন এবং নগরবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা প্রদান করে। এসময় ম্যাজিস্ট্রেটগণকে সহায়তা করেন সিটি কর্পোরেশনের সংশিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্য বৃন্দ।