নগরীর আগ্রাবাদ পিসি রোডস্থ তাসফিয়া কমিউনিটি সেন্টার এলাকায় যাত্রা শুরু করেছে হাওলাদার ফার্নিচারের শোরুম । গতকাল বুধবার চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এটি উদ্বোধন করেন।
উদ্বোধনকালে সাবেক মেয়র বলেন, যুগের সাথে তাল মিলিয়ে মানুষের চাহিদা ও রুচি দিন-দিন পরিবর্তিত হচ্ছে। গ্রাহকের চাহিদা ও রুচির এই পরিবর্তনকে বিবেচনায় রেখে ফার্নিচার প্রস্তুতকারী প্রতিষ্ঠান নিত্য নতুন ডিজাইনে আসবাবপত্র তৈরি করে যাচ্ছে। হাওলাদার ফার্নিচার গ্রাহকের চাহিদা ও রুচির বিষয়টি সামনে রেখে ফার্নিচার জগতে কৃতিত্বের স্বাক্ষর রাখবে বলে আশা করি।
এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর নাজমুল হক ডিউক, আবদুল মান্নান হাওলাদার, সাবেক কাউন্সিলর এরশাদ উল্লাহ, বেলাল আহমেদ, রায়হান ইউসুফ প্রমুখ ।