পলাশ সেন, চট্টগ্রাম :
হিন্দু ধর্মীয় বিধিবিধান পরিবর্তনের অশুভ প্রচেষ্টা বন্ধসহ সংশ্লিষ্ট এনজিওদের নিবন্ধন বাতিল এবং হিন্দু আইন পরিবর্তন প্রচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৬ মে) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাংগনে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম বিভাগীয় কমিটি।
মানববন্ধনে বক্তারা বলেন, কিছু সংখ্যক অনৈতিক, বিকৃত রুচির এনজিও কর্মীদের প্ররোচনায় পৈত্রিক সম্পত্তি নিয়ে হিন্দু বিধিবিধানে কোন বৈষম্য না থাকা সত্ত্বেও তারা নানা ভাবে অপপ্রচার চালিয়ে হিন্দু সমাজের অস্তিরতা সৃষ্টি করছে।
বক্তারা বলেন,এই সব এনজিও কর্মীদের অশুভ প্রচেষ্টার কারনে ধর্ম নিরপেক্ষ বান্ধব বর্তমান সরকারও প্রশ্নবিদ্ধ হচ্ছে। তাই অবিলম্বে সংশ্লিষ্ট এনজিও সংস্থাগুলির নিবন্ধন বাতিল করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি করেন।
এসময় মানববন্ধনে সংগঠনটির বিভাগীয় কমিটির সভাপতি প্রকৌশলী নীপেষ রন্জন হোড়ের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কৃষ্ণপদ আচার্য্যর সন্ধালনায় বক্তব্যে রাখেন নির্বাহী সভাপতি হরিনারায়ণ ভট্টাচার্য্য, প্রধান সমন্বয়কারী এস.কে.আচার্য্য, যুগ্ন সম্পাদক পলাশ কান্তি নাথ, দয়াল সামন্ত, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল বিশ্বাস, মিন্টু দে, সুজিত দাশ, পিংকু ভট্টাচার্য প্রমুখ।
মানববন্ধনে হিন্দু মহাজোট বিভাগীয় কমিটির আওতাভুক্ত চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিন জেলার সকল সদস্য এবং চট্টগ্রামের বিভিন্ন সংগঠনের মধ্যে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন, সনাতনী জাগরন সংঘ, রুদ্রজ ব্রান্মণ পুরোহিত সেবা সংঘ, নিঃস্বার্থ নব জীবন সংগঠন সহ সনাতনী সম্প্রদায় অংশগ্রহন করে একাত্নাতা পোষণ করেন।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে চট্টগ্রাম প্রেস ক্লাব থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে আন্দরাকিল্লা মোড়ে এসে শেষ হয়।