জুনায়েদ হাসান:-
চট্টগ্রামের অন্যতম সেচ্ছাসেবী সংগঠন *প্রিয় বাংলাদেশ *। দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠী, এতিম অসহায় ও অভুক্তদের মাঝে খাবার বিতরণ নিয়ে কাজ করে যাচ্ছে মানবিক এই সংগঠন “প্রিয় বাংলাদেশ”।
এরই ধারাবাহিকতায় সংগঠনের অন্যান্য সদস্যদের উৎসাহ ও অনুুুপ্রেরণায় প্রিয় বাংলাদেশের সদস্য হাসানের জম্মদিনে ছিলো ব্যতিক্রমী উদ্যোগ। তার জন্মদিন উপলক্ষে এতিমদের সাথে নিয়ে তাদের মাঝে বাহারি খাবার বিতরন করা হয়।
“প্রিয় বাংলাদেশ ” নামের এই সংগঠনের ফুড ফোর্সের কর্মঠ সদস্য মোহাম্মদ হাসান এর জম্মদিন উপলক্ষে এতিমদের সাথে নিয়ে বাহারি খাবার বিতরনের মধ্য দিয়ে জন্মদিন উদযাপন করা হয়।প্রিয় বাংলাদেশ এর ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসাবে হাসানের জম্মদিনেও এমন আয়োজন হাতে নেয় এই মানবিক সংগঠনটি।
১৩ জুলাই রাত ৯ টায় চট্টগ্রাম নগরীর টাইগারপাস মদিনাতুল উলুম আল ইসলামিয়া এতিমখানার এতিম শিক্ষার্থীদের মাঝে এই বাহারি খাবারের আয়োজন করা হয়। শিক্ষার্থী, শিক্ষক ও স্তানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রিয় বাংলাদেশের এমন কাজের জন্য প্রশংসা ও দোয়া করেন।
এই বিষয়ে আলাপ হয় প্রিয় বাংলাদেশের এডমিন মো: শাহজাহান এর সাথে। তিনি শুভ সকালকে বলেন, অসহায় এর মাঝে খাবার বিতরণ “প্রিয় বাংলাদেশ ফুড ফোর্স ”একটি যুগারন্তকারী প্রজেক্ট। প্রিয় বাংলাদেশ ফুড ফোর্সের মাধ্যমে দেশের অসহায়,অভুক্ত, এতিম,গরিবদের মাঝে বিনামূল্যে খাবার বিতরণ করা হয়।তিনি দেশের স্বচ্ছল মানুষকে এসব এতিম ও অসহায়দের সহযোগিতা দিতে বিশেষ ভাবে অনুরোধ জানান। ধনীরা চাইলে গরীব ও ধনীদের দুরত্ব অনেকাংশে কমানো সম্ভব, তিনি যোগ করেন।
এসময় উপস্থিত ছিলেন প্রিয় বাংলাদেশের সিনিয়র সদস্য ইন্জিনিয়ার মিজানুর রহমান,সাজ্জাদ হোসাইন চৌঃ সেহজাদ, সাংবাদিক জুনায়েদ,সাংবাদিক সুমন, শেখ মাহির,সাইদুল হক,রুহুল আমীন,নিলয়,জিতু,ফয়সাল,সাদমান, শেখ মেহেরাব, জিদনী, মাফুজ সহ প্রিয় বাংলাদেশের অন্যান্য সদস্যরা।
কার্যক্রম শেষে দেশ ও জাতির কল্যান কামনা করে এক বিশেষ মোনাজাত পরিচালনার মধ্য দিয়ে উক্ত আয়োজন সম্পন্ন হয়।