এম এ আশরাফ,(চট্টগ্রাম):-
সামাজিক সংগঠন সমূহের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম সম্মিলিত সামাজিক সংগঠন পরিষদ এর ৩য় বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান ১৭ জুলাই বুধবার সন্ধ্যায় নগরীর ওয়াসা মোড়স্থ গ্রীণ অলিভ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি লায়ন ওসমান হিমাদ্রীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহিন চৌধুরী, ওয়াজেদিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাহবুবুর রহমান, পরিষদের সাবেক সভাপতি মোহাম্মদ এহসান, সাবেক সহ-সভাপতি এম এইচ স্বপন, সাধারণ-সম্পাদক শরিফুল ইসলাম, সহ-সভাপতি লায়ন নবাব হোসেন মুন্না, নোয়াখালী কমেডি ক্লাবের সভাপতি মোহাম্মদ ইমাম উদ্দিন। এসময় আরো উপস্থিত ছিলেন সম্মিলিত সামাজিক সংগঠন পরিষদের নিবন্ধিত সংগঠন ময়ূরাক্ষী’র সমন্বয় ইলিয়াস সুমন , শিখড়ের জয়ন্তু বড়ুয়া , উৎসাহ সামাজিক সংগঠনের মোহাম্মদ ইসরাফিল, অভিযাত্রীক সামাজিক সংগঠনের আরাফাত মুহিব, ইচ্ছে মানব উন্নয়ন সংস্থার আরিফুল ইসলাম, হোপ ফাউন্ডেশনের মোহাম্মদ ইমরান সাইফ, আলোকবর্তিকা’র মোহাম্মদ সাইফুল্লাহ, পপুলার জনকল্যাণ ফাউন্ডেশন’র সভাপতি এম.এ.জলিল, আলো দেখাবোই’র নির্বাহী সভাপতি মুনীর হোসাইন, ঐকতানের বাপ্পি রহমান, বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম মহানগরের দপ্তর সম্পাদক জাহিদ তানসির, প্রিয় বাংলাদেশের মোহাম্মদ শাহজাহান, স্বপ্ন যাত্রী ফাউন্ডেশনের সভাপতি লায়ন কামাল হোসেন, প্রচেষ্টা ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান মঈন উদ্দিন আকবর, আমাদের স্বপ্নকুড়ির রাকিবুল মাওলা, স্মাইল বাংলাদেশ এর পরিচালক নজরুল ইসলাম, সহ -সভাপতি মামুন বিন আমীন, ক্ষুদ্র স্বপ্ন বাংলাদেশ- ফাতেমা আক্তার, জাগো বোয়ালখালীর তৌফিকুল ইসলাম, স্বপ্ন বুননের নুর তালুকদার, সেভিং আওয়ার সোসাইটির মিজান রহমান, কান্ডারীর আলমগীর মাসুদ ও অন্যান্য সংগঠনের প্রতিনিধিগন। আলোচনা ও বিভিন্ন বক্তাদের বক্তব্য শেষে ৩য় বর্ষপূর্তি’র কেক কাটা হয়।