জিয়াউর রহমান জিতু, (মীরসরাই):-
চট্টগ্রামের মীরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও ইভটিজিং এর বিরুদ্ধে গন সচেতনতার লক্ষে উপজেলার ৬নং ইছাখালী ইউনিয়নের ঝুলনপুল বেনী মাধব উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে আলহাজ্ব এস এম আবু সুফিয়ানের সভাপতিত্বে রবিবার ২৮ শে জুলাই সকাল ১১ টায় মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়৷
অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন বলেন, মাদক সন্ত্রাস জঙ্গিবাদ ও ইভটিজিং এর বিরুদ্ধে মীরসরাই পুলিশ প্রশাসন সব সময় কাজ করে যাচ্ছে। এর পাশাপাশি তরুণ প্রজন্মকে এর বিরুদ্ধে সবসময় সচেতন থাকতে হবে।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন, ৬নং ইছাখালী ইউনিয়ন চেয়ারম্যান নুরুল মোস্তফা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো হুমায়ন কবির খান, সভাপতি বিদ্যালয় পরিচালনা পরিষদ এস এম আবু সুফিয়ান, জোরারগঞ্জ থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ ইফতেখার হাসান, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল ইকবাল চৌধুরী, আহ্বায়ক ৬নং ইছাখালী ইউনিয়ন যুবলীগ আনোয়ারুল আলম মুর্শেদ সহ স্কুলের শিক্ষক ছাত্র-ছাত্রী প্রমুখ।