শুভ সকাল ডেস্ক:-
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাশিমপুর থানার আয়োজনে “ছেলেধরা, গলাকাটা গুজব ও বেআইনী গণপিটুনী প্রতিরোধে” গণ সচেতনতা সপ্তাহ-২০১৯ উপলক্ষে ২৮ জুলাই রবিবার বিকেল ৪ টায় কাশিমপুরের বাগবাড়ী কারীমা গোল্ডেন স্কুল এন্ড কলেজ মাঠে এক বিশাল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন জিএমপি গাজীপুরের পুলিশ কমিশনার মোঃ আনোয়ার হোসেন, পিপিএম (বার), বিপিএম (বার)। তিনি বলেন, “ছেলেধরা, গলাকাটা গুজব ও বেআইনী গণপিটুনী প্রতিরোধ করুন এবং গুজবে কান দিবেন না, আইন নিজের হাতে তুলে নিবেন না।
সভায় আরো উপস্থিত ছিলেন, জিএমপি কোনাবাড়ী জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার সোহরাব হোসাইন, জিএমপি কাশিমপুর থানার অফিসার ইনচার্জ আকবর আলী খান এবং স্থানীয় নেতৃবৃন্দ সহ সকল পেশাজীবির জন-সাধারন।