গত ০১ আগস্ট ২০১৯ বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) এ ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা নিয়ন্ত্রণে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইনস্টিটিউটের পরিচালক ড. খুরশীদ আকতার এর সভাপতিত্বে মতবিনিময় সভার কার্যক্রম শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীজ বাগান বিভাগের বিভাগীয় কর্মকর্তা ড. হাসিনা মরিয়ম। সভায় পাওয়ার পয়েন্টের মাধ্যমে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বন রক্ষণ বিভাগের গবেষণা কর্মকর্তা জনাব মো: জুনায়েদ।
উপস্থাপনায় তিনি এডিস মশার লার্ভা, বংশ বিস্তার, ডেঙ্গু জ্বরের বিভিন্ন ধরন, প্রতিরোধ-প্রতিকারে করণীয় এবং প্রচলিত ভুল ধারণা সম্পর্কে সচেতনতামূলক তথ্য উপাত্ত প্রদান করেন। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. হাসিনা মরিয়ম বলেন, ডেঙ্গু একটি ভাইরাসজনিত জ্বর, যা এডিস ইজিপ্টি এবং এডিস এলবোপিকটাস মশার কামড়ে হয়। এটি প্রতিরোধ ও প্রতিকারযোগ্য। তাই আতঙ্কিত না হয়ে দ্রুত ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে। সভাপতির বক্তব্যে ড. খুরশীদ আকতার বলেন, প্রতিদিন খবরের কাগজসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে এডিস মশা থেকে বাঁচার উপায় সম্পর্কে সচেতনতামূলক বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। অতএব আমরা একটু সাধারণ সাবধানতা অবলম্বন করলেই এর হাত থেকে রক্ষা পেতে পারি। যার যার বাড়ির আঙ্গিনা পরিষ্কার রাখা, পানি জমতে না দেওয়া, দিনেও মশারী ব্যবহার করা, জ্বর হলে রক্ত পরীক্ষা করানো, চিকিৎসা সেবা পেতে হয়রানির সম্মুখিন হলে ভোক্তা অধিকারে অভিযোগ করা ইত্যাদি বিষয়ে আমাদের সচেতনতা তৈরি করতে হবে। তবে মনে রাখতে হবে আমরা সবাই যদি স্বপ্রণোদিতভাবে আমাদের ঘর পরিচ্ছন্ন রাখি, নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলি তবে এডিস মশার বিস্তার রোধ করা সম্ভব। একথা সত্য যে, প্রতিরোধ প্রতিকারের চেয়ে উত্তম। মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন নুসরাত সুলতানা, মো. জহিরুল আলম, সাইফুল আলম মোহাম্মদ তারেক, মোজাম্মেল হক চৌধুরী।
মতবিনিময় সভা শেষে ইনস্টিটিউটের পরিচালকের নেতৃত্বে ‘নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ এই স্লোগানে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে একটি সচেতনতামূলক র্যালি হয়। র্যালিটি বিএফআরআই ক্যাম্পাস এবং আবাসিক এলাকা প্রদক্ষিণ করে। ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠানটি সমন্বয় ও সঞ্চালনা করেন বিএফআরআই এর পাবলিসিটি অফিসার জনাব এয়াকুব আলী।
প্রেস বিজ্ঞপ্তি :