শুভ সকাল ডেস্ক:-
মা ও শিশু স্বাস্থ্য সেবায় সারাদেশে বেসরকারীভাবে “শ্রেষ্ঠ সংগঠন” হিসেবে মমতা জেলা,বিভাগ ও জাতীয় পর্যায়ে ১২ বার জাতীয় পুরষ্কার অর্জন করে। এ উপলক্ষে শুক্রবার নগরীর একটি অভিজাত ক্লাবের মিলয়াতনে মমতা’র স্বাস্থ্য কর্মসূচির প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হয়।
মমতার কার্যকরী পরিষদের সভাপতি বদিউজ্জামান খান ননীর সভাপতিত্বে উক্ত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজসেবা উপ-পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম, চট্টগ্রাম পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক সুব্রত কুমার চৌধুরী, চসিক এর প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, চট্টগ্রামের ডেপুটি সিভিল সার্জন জিএম তৈয়ব আলী।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা. রেয়াজুল হক জসীম, বাংলাদেশ সিমেন্ট, আয়রন এন্ড মার্চেন্ট এসোসিয়েশন এর মহাসচিব আশফাক আহমেদ। পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এছাড়াও মমতার প্রধান নির্বাহী লায়ন আলহাজ্ব রফিক আহমদের সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য সাবিহা নাহার বেগম। স্বাগত বক্তব্য দেন মমতার উপ-প্রধান নির্বাহী মো. ফারুক। মমতার স্বাস্থ্য কর্মসূচির সাফল্য ও অর্জনসমুহ সম্পর্কে উপস্থাপনা করেন মমতার পরিচালক তৌহিদ আহমেদ। প্রীতি সম্মেলনে আরও বক্তব্য রাখেন ইলমা’র নির্বাহী পরিচালক জেসমিন সুলতানা পারু, মমতা’র কার্যকরী পরিষদের সহ-সভাপতি হারুন ইউসুফ, সাধারন সম্পাদক মনসুর মাসুদ, সদস্য পুরবী দাশ গুপ্তা, সাধারন পরিষদের সদস্য সৈয়দ মোর্শেদ, মোস্তফা কামাল যাত্রা, মমতা’র সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার প্রমুখ।
সম্মেলনে মা ও শিশু স্বাস্থ্য সেবায় কৃতিত্বপূর্ণ ভুমিকা রাখায় মমতা মাতৃসদন-১ লালখান বাজার ও মমতা মাতৃসদন-২ বন্দরটিলা, মমতার স্বাস্থ্য কেন্দ্রসমুহের টিমকে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে মমতা স্বাস্থ্য কর্মসূচির কর্মকর্তা-কর্মীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।