জিয়াউর রহমান জিতু, মীরসরাই (চট্টগ্রাম):-
চট্টগ্রামের মীরসরাই উপজেলার ৬নং ইছাখালী ইউনিয়নের মাদবারহাট বাজারে আগুন লেগে দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
৮ ই আগস্ট বৃহস্পতিবার রাত আনুমানিক ১২ঃ৩০ টার সময় এ দূর্ঘটনা ঘটে। জানা যায় বৈদ্যুতিক শর্ট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে এবং পাশের দোকানে গ্যাস সিলিন্ডার থাকায় একে একে ব্লাস্ট হয়ে আগুন নেভানো আরো অসম্ভব হতে থাকে স্হানীয় এলাকাবাসীর পক্ষে। পরে মীরসরাই ফায়ার সার্ভিস ঘটনাস্হলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন।
জানা যায়, মো মানিক, (মুদি দোকান) ডাঃ দুলাল ( ফার্মেসী) সিরাজ মিয়া (লাইটিং দোকান) নিজাম উদ্দীন (তেলের দোকান) মোঃ ইসলাম (মুদি দোকান) এবং নগদ ৫ লক্ষ টাকা সহ মোট ১৪ টি দোকান পুড়ে যায়৷ এ বিষয়ে স্হানীয় ইউ পি সদস্য এমদাদুল হক বলেন, সর্বমোট ১৪ টি দোকান পুড়ে যায় তন্মোধ্যে ৯ টি দোকান একেবারে ছাই হয়ে যায়। সব মিলিয়ে আমরা হিসাব করে দেখেছি প্রায় ১ কোটিরও অধিক টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আরও বলেন এ ব্যাপারে সরকার আর্থিক অনুদান দিয়ে ক্ষতি গ্রস্হদের সহযোগীতা করার আশাবাদ ব্যক্ত করেন৷