প্রিয় পাঠকবৃন্দ শুভ সকাল এর শুভেচ্ছা নেবেন। শুভ সকাল পাঠকের প্রতিটি সকাল হোক শুভ। সকালের আলোয় প্রকৃতির মনোরম চিত্র যেভাবে ফুটে ওঠে তেমনি আমাদের প্রকাশনা শুভ সকালের মাধ্যমে পাঠকদের সমাজের চিত্র ফুটিয়ে তুলতে আমরা বদ্ধপরিকর। তরুণ সংবাদকর্মী নিয়ে গড়া আমাদের এই প্রকাশনা। আমরা সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে ছিটিয়ে থাকা আবর্জনা, দুর্নীতি, অসহায় মানুষের করুণ আর্তনাদ, নারী লাঞ্ছনা, নারী বৈষম্য, বন্দর নগরীর সমস্যা, জনগণের দু:খ-দুর্দশার চিত্র গণমানুষের কাছে উপস্থাপন করে এর প্রতিকার ও সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জাগ্রত করতে অঙ্গিকারাবদ্ধ। আমাদের এই যাত্রা অপ্রতিরোধ্য কিন্তু দুর্গম। এই দুর্গম যাত্রাপথে আপনারা আমাদের পাশে থাকবেন, পাশে রাখবেন। তাহলেই সমাজ বিনির্মাণে আমরা পথ হারাবো না।