ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: চট্টগ্রাম জুবিলি রোড শাখার শাখা ব্যবস্থাপকের বিদায় ও নতুন শাখা ব্যবস্থাপকের আগমন উপলক্ষ্যে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান বুুুধবার নগরীর একাটি রেষ্টুরেন্টে
অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাগত শাখা ব্যবস্থাপক এস ভিপি আবুল কালাম আজাদ। প্রিন্সিপাল অফিসার মো: হারুনুর রশীদের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জোন প্রধান ও ইভিপি নাইয়ার আজম।
বিশেষ অতিথি ছিলেন আগ্রাবাদ কপোর্রেট শাখার প্রধান এসভিপি মিয়া মো: বরকত উল্লাহ, বিদায় শাখা প্রধান ও হালিশহর শাখার বর্তমান ম্যানেজার
মো: আবদুল করীম, ষ্টেশন রোড শাখা প্রধান এসভিপি মো: মনজুরুল ইসলাম চৌধুরী, খাতুনগঞ্জ শাখা প্রধান ও ভিপি মিফতাহ উদ্দিন, এভিপি এহসানুল ইসলাম, গ্রাহক এডভোকেট নাছির উদ্দিন আহমদ। এসময় বক্তব্য রাখেন জুবিলি রোড শাখার এভিপি ম্যানেজার অপারেশন মো: নিজাম উদ্দিন, শহীদুল্লাহ, আবদুল হক, ইকবাল হোসাইন, শাহাদাত
হোসাইন প্রমুখ।
প্রধান অতিথি নাইয়ার আজম বলেন, ব্যাংকিং কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে এবং নতুনত্ব কিছু সংযোজন ও বিয়োজনে অফিসারদের পরিবর্তন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একজন অফিসার যখন অন্য একটি ব্রাঞ্চে যোগদান করে তার অভিজ্ঞতা দিয়ে ঐ শাখাকে নতুন কিছু দিয়ে থাকেন। তিনিও নব প্রেরনায় ব্যাংকিং কার্যক্রমকে
এগিয়ে নিয়ে যায়। জুবিলি রোড শাখাকে অল্প সময়ের ব্যবধানে একটি ভাল অবস্থানে নিয়ে যাওয়ার জন্য তিনি বিদায় ম্যানেজারকে সাধুবাদ
জানান। বিদায় ম্যানেজরের ধারাবাহিকতাকে অব্যাহত রাখার জন্য নতুন ম্যানেজারের প্রতি আহবান জানান। তিনি ইসলামী ব্যাংকিং ব্যবস্থাকে
জনগণের দৌরগৌড়ায় পৌঁছে দেয়ার জন্য সর্বস্থরের কর্মকর্তা কর্মচারীদের প্রতি উদাত্ত আহবান জানান। শেষে বিদায়ী ম্যানেজার আবদুল করীমকে ক্রেষ্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়। এবং নবাগত ম্যানেজার আবুল কালাম আজাদকে বরণ করে নেয়া হয়।
প্রেস বিজ্ঞপ্তি: