চট্ট্টগ্রামের মুক্তিযোদ্ধা পূর্নবাসন সোসাইটি (জামুকা নিবন্ধন নং -১৬৩/২০১৩ইং) সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার খান বুধবার সকাল ৭.০০ঘটিকায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহী ওয়া ইন্নাইলাহী রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১মেয়ে, ১ছেলে ও নাতিন নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মুক্তিযোদ্ধা বাশার খানের মেয়ে রাজিয়া খানম প্রিয়া শোক প্রকাশ করে এই তথ্য নিশ্চিত করে প্রেস বিজ্ঞপ্তিতে জানান,আমার বাবার সকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে স্থানীয় হাসপাতালে নেওয়ার আগেই হার্ট এটাক করে তিনি মৃত্যুবরণ করেন।
বুধবার বাদে জহুর নগরীর বিশ্বকলোনী সিটি কর্পোরেশন আবাসিক এলাকায় জানাজার নামাজ শেষে বিশ্বকলোনী কবরস্থানে আকবর শাহ থানার পিছনে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি :