নিজস্ব প্রতিবেদক :-
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকায় ক্যাবল টিভির (ডিশ) ব্যবসায়িক বিরোধের জের ধরে ছুরিকাঘাতে নিহত হয়েছে মোহাম্মদ জিয়াদ (২৩)। জানা গেছে, বড় ভাই জাহেদ হোসেনকে বাঁচাতে গেলে রোববার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বখাটেরা উপর্যুপরি ছুরিকাঘাত করে তাকে। এরপর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।বড় ভাইয়ের কাছে চাঁদা চেয়ে না পেয়ে ছোট ভাইকে খুন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, স্থানীয় পাঠানিয়া গোদা এলাকায় জিয়াদের বড় ভাই ক্যাবল টিভির ব্যবসা করেন। তার কাছে কয়েকজন যুবক চাঁদা দাবি করে আসছিলেন। সে চাঁদা দিতে অস্বীকৃতি জানান। বড় ভাইকে সন্ত্রাসীদের কবল থেকে রক্ষা করার জন্য ছোট ভাই জিয়াদ ঘটনাস্থলে গেলে বখাটেরা জিয়াদের পেটের ডানপাশে ছুরিকাঘাত করে। এরপর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) বিজয় বসাক বলেন, প্রাথমিক তদন্তে জানতে পেরেছি, চাঁদবাজি ও আধিপত্য বিস্তারের জের ধরে দু’পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে সন্ধ্যায় ওই যুবককে ছুরিকাঘাত করা হয়। ঘটনাস্থলে পুলিশের টিম রয়েছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।