নিরেন দাস(জয়পুুরহাট)প্রতিনিধিঃ-
বাংলাদেশ ছাত্রলীগ জয়পুরহাট জেলা শাখার সাধারন সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজার উপর সন্ত্রাসী হামলায় চিকিৎসাধীন থাকাই তার দ্রুত সুস্থতা কামনায় জয়পুুরহাটের ক্ষেতলাল উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
০৪ অক্টোবর শুক্রবার দুপুরে ক্ষেতলাল উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক জুল আরশ শুভ’র উদ্যোগে জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সুস্থতা কামনা করে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উদ্যোগতার পাশাপাশি উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম রিয়াদ, ক্ষেতলাল উপজেলা ছাত্রলীগের আহবায়ক মেহেদী আশিক রাজু, সাবেক ছাত্রলীগ নেতা এস.এম ওয়াকিল আহমেদ,ছাত্রলীগ নেতা আতিকুর রহমান বুলবুল সহ উপজেলার বিভিন্ন মসজিদের মুমিন মুসল্লিরা।
উল্লেখ্য, গত (৭ ই সেপ্টেম্বর-১৯-ইং) রোজ শনিবার রাত সাড়ে ১২ টায় জয়পুরহাট পৌর শহরের চিত্রাপাড়া এলাকায় তার ভাড়া বাসার সামনে জয়পুুরহাট জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপর দুর্বত্তরা হামলা চালালে সভাপতি জাকারিয়া হোসেন রাজা রক্ষা পেলেও। ওই ঘটনায় সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজা গুরুতর আহত অবস্থায় এখন পর্যন্ত ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
তারই দ্রুত সুস্থতা কামনা করে বাদ জুম্মায় ক্ষেতলালের বিভিন্ন মসজিদে স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীরা দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন।