বীর মুক্তিযোদ্ধা, বরেণ্য সাংবাদিক ও লেখক নাসিরুদ্দিন চৌধুরী হৃদরোগ ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে নগরীর মেহেদীবাগস্থ ম্যাক্স হাসপাতালে ভর্তি হলে রবিবার তাঁকে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা, চট্টল ইয়ুথ কয়ার, ৭১’র ঘাতক দালাল নির্মূল কমিটি চট্টগ্রাম জেলা, চট্টগ্রাম নাগরিক উদ্যোগ, একুশ মেলা পরিষদ, মোপলেস সহ সাংস্কৃতিক সংগঠনের একটি প্রতিনিধি দল তাকে দেখতে যান।এ সময় তারা চিকিৎসকদের কাছে চিকিৎসাধীন বীর মুক্তিযোদ্ধা ও বরেণ্য সাংবাদিক নাসিরুদ্দিন চৌধুরীর শারিরীক অবস্থা ও চিকিৎসার খোঁজ খবর নেন।
প্রতিনিধি দলের সদস্যবৃন্দ বীর মুক্তিযোদ্ধা ও বরেণ্য সাংবাদিক নাসিরুদ্দিন চৌধুরীর দ্রুত আরোগ্য রোগ মুক্তিতে রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসা নিশ্চিত করতে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ
হাসিনার সুদৃষ্টি কামনা করেন। তারা আশা করেন যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারশাসনামলে বরেণ্য লেখক, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী, সাংস্কৃতিক, রাজনীতিক ব্যক্তিত্ব সহ সৃজনশীল বিশিষ্ট জনকে রাষ্ট্রীয়ভাবে চিকিৎসা সহায়তা দিয়ে অনন্য অবদান রাখার ধারাবাহিকতা ধরে রাখতে নাসিরুদ্দিন চৌধুরীর ক্ষেত্রেও উদ্যোগী হবেন।
এসময় উপস্থিত ছিলেন প্রবীন সাংস্কৃতিক ব্যক্তিত্ব অরুণ চন্দ্র বণিক, ৭১’র ঘাতক দালাল নির্মূল কমিটির চট্টগ্রাম জেলার যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মান্নান শিমুল, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলম, মোপলেস সভাপতি কবি সজল দাশ, চট্টগ্রাম নাগরিক উদ্যোগ সদস্য এড. সৈয়দ খোরশেদ আলম হেলাল, একুশ মেলা পরিষদ চট্টগ্রামের সমন্বয়ক শওকত আলী সেলিম, সাংস্কৃতিক কর্মী নজরুল ইসলাম মোস্তাফিজ, সুজিত ভট্টচার্য দোলন, প্রনব রাজ বড়ুয়া, সুজিত চৌধুরী মিন্টু প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি :
Discussion about this post