শুভ সকাল ডেস্ক:-
গাজীপুর মেট্রােপলিটন পুলিশ (জিএমপি)’র পুলিশ কমিশনার মোঃ আনোয়ার হোসেন, পিপিএম (বার), বিপিএম (বার) এর নির্দেশনায় কাশিমপুর থানার অফিসার ইন-চার্জ(ওসি) আকবর আলী খান সাহেব এর নের্তৃত্বে ২৮ শে অক্টোবর সোমবার রাতে কাশিমপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম, এএসআই/মোহাম্মদ মাসুদ রানা ও সঙ্গীয় ফোর্স সহ অত্র থানার বারেন্ডা অন্যরকম পার্ক এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলা সহ একাধিক মামলার পলাতক আসামী সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত পলাতক আসামী সাইফুল ইসলাম (২৬) গাজীপুর মহানগর কাশিমপুর থানাধীন বারেন্ডা পশ্চিমপাড়া অন্যরকম পার্ক সংলগ্ন এলাকার মোঃ খলিলুর রহমান ওরফে খলিল ড্রাইভার এর ছেলে। তার বিরুদ্ধে সাবেক জয়দেবপুর থানা সহ কাশিমপুর থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পলাতক আসামী সাইফুল ইসলামকে ২৯ শে অক্টোবর মঙ্গলবার বিজ্ঞ আদালতে প্রেরণ করেন কাশিমপুর থানা পুলিশ।