নিজস্ব প্রতিবেদক :-
বিজয়ের মাস উপলক্ষে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)’র আয়োজনে প্রতি বছরের ন্যায় এ বছরো ১লা ডিসেম্বর বিকেলে দেশের সকল জেলা-উপজেলায় আলোচনা সভা ও সন্ধ্যায় মোমবাতি প্রজ্বলন করা হয়।
এরই অংশ হিসেবে বিএমএসএফ চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে রবিবার ১লা ডিসেম্বর নগরীর
হালিশহর বি-ব্লক কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সোহাগ আরেফিনের সভাপতিত্বে আলোচনা সভা ও সন্ধ্যায় মোমবাতি প্রজ্বলন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এম এন আবুল হোসেন, বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা ওমর ফারুক, বিএমএসএফ এর কেন্দ্রীয় কমিটির সদস্য কেএম রুবেল, “ক্যাব হালিশহর শাখার সভাপতি ও মানবাধিকার কর্মী এমদাদুল করিম সৈকত, দৈনিক নব অভিযান চট্টগ্রাম ব্যুরো হাসান বিশ্বাস, দৈনিক ঘোষনা পএিকার বিবি মরিয়ম, দেশযোগ টিভির মাজেদুল ইসলাম, স্বাধীনতা ৭১ টিভি রিপোর্টার জুনায়েদ হাসান প্রমুুুখ।
এ সময় বিএমএসএফ নেতা সোহাগ আরেফিন বলেন, আমাদের সাংবাদিকদের উচিৎ মুক্তিযুদ্ধের ইতিহাস লেখনির মাধ্যমে তুলে ধরা, এতে করে সাধারণ মানুষের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা এবং দেশপ্রেম বাড়বে। ফলে সাধারণ মানুষ এবং তরুন প্রজন্মরা মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে।
পরে সন্ধ্যায় মোমবাতি প্রজ্বলন এর মাধ্যমে অনুষ্ঠান এর সমাপ্তি হয়।