নিজস্ব প্রতিবেদকঃ-
চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট হক সুপার মার্কেট সম্মুখ চত্বরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের রাজস্ব সার্কেল-২ স্পট হোল্ডিং ট্যাক্স ও লাইসেন্স প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার দুপুরে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই করমেলার উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে প্রধান রাজস্ব কর্মকর্তা মুফিদুল আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কর কর্মকর্তা আনিসুর রহমান (কর), কর কর্মকর্তা আজিজ আহমদ চৌধুরী (লাইসেন্স), উপ-কর কর্মকর্তা মো.দবীর আলম চৌধুরী, সহিদুল ইসলাম, মো.আবদুল মজিদ, তুষার কান্তি দাশ, কর আদায়কারী জসিম হায়দার, লাইসেন্স ইন্সপেক্টর নুরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, কর প্রদান করা নাগরিকের রাষ্ট্রীয় দায়িত্ব। নিয়মিত কর দিলে রাষ্ট্রীয় কার্যক্রমে নাগরিকদের অংশীদারিত্ব তৈরী হয়। তেমনি পৌর করও নিয়মিত পরিশোধ করলে নগরীর উন্নয়নে নগরবাসীর অংশীদারিত্ব তৈরী হয়। কর্পোরেশনের প্রধানতম আয়ের খাত পৌর কর নিয়মিত না পেলে নগরীর উন্নয়ন কাজ আলোকায়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম বাধাগ্রস্ত হয়।
ফলে সংবাদ ও গণমাধ্যমে কর্পোরেশনের হাজারো সমালোচনা করলেও কাজ হবে না। তাই নগরীকে পরিচ্ছন্ন পরিবেশ বান্ধব রাখতে নগরবাসীকে নিয়মিত পৌরকর পরিশোধ করতে হবে। ডিসেম্বর মাস জুড়ে সারচার্জ ছাড়া কর ও ট্রেড লাইসেন্স নেয়া এবং পরিশোধ করা যাবে। আশাকরি নগরবাসী এই সুযোগ গ্রহণ করে কর্পোরেশনকে সহযোগিতা করবেন।
রাজস্ব সার্কেল-২ এ স্পট হোল্ডিং ট্যাক্স ও লাইসেন্স বাবদ সাড়ে ১৫ লক্ষ টাকা আদায় হয়।