মোঃ মাসুদ, (চট্টগ্রাম মহানগর):-
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীর নির্বাচনী কার্যালয় চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগের প্রতিনিধি সভায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ সময় দুই পক্ষের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করে। দু গ্রুপের একে অপরের দিকে চেয়ার ছুড়ে মারে ।এতে অন্তত ৩জন আহত হয়েছেন।
৯জানুয়ারি শনিবার সন্ধ্যায় বহদ্দারহাট দলীয় মেয়র প্রার্থীর কার্যালয়ে এ ঘটনা ঘটে। আহতরা হলেন চকবাজার থানা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ মোস্তফা , বাকলিয়া থানা সাধারণ সম্পাদক সৈয়দ রাশেদ সোলায়মান , পাঁচলাইশ থানা ও ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক সিফাত। মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ নূরুল ইসলাম মুঠোফোনে প্রতিবেদককে জানান,আমরা আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীর সমর্থনে নির্বাচনী কার্যালয়ে চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের উদ্যোগে নির্বাচনী মতবিনিময় সভা আয়োজন করি। এতে বিভিন্ন থানা নগর ওয়ার্ড শ্রমিক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিল।আমি যখন ঘোষণা করি আজকের সভায় সভাপতিত্ব করবেন মহানগর শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় বক্তিয়ার উদ্দিন খান উত্তেজিত হয়ে আক্রমণাত্মক ভাবে বলেন আমি সভাপতি।আমি বললাম এখানে নির্বাচিত সভাপতি আছে আপনি কিভাবে সভাপতি হবেন ?এ কথা বলার সাথে সাথে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এ ঘটনার সাথে সাথে সভাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। চেয়ার ছোড়াছুড়ি হয়।এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের নেতা মশিউর রহমান চৌধুরী ও শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল আহাদ।উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় এক পর্যায়ে মশিউর রহমান চৌধুরী বলেন নুরুল ইসলাম ভাই সকালে আমরা মুখ দেখাতে পারবো না। এমন মারামারি কাম্য নয়। এ সময় মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বাংলাদেশ আওয়ামী লীগের সার্থে, সুষ্ঠু সুন্দর নির্বাচনী পরিবেশ বজায় রাখার স্বার্থে রাস্তার অপর পাশে সমাবেশ সভা করেন। উক্ত সভায় বক্তব্য রাখেন সারা সভাপতি মহম্মদ রিয়াজ হোসেন, হিরন মিয়া,হোসেন, সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ চৌধুরী,বাকলিয়া থানার সাধারণ সম্পাদক সৈয়দ রাশেদ সোলায়মান চকবাজার থানা শ্রমিক লীগের সভাপতি মোঃ আরিফ উদ্দিন সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান , কতোয়ালি থানা শ্রমিক লীগের সভাপতি মাহমুদ হাসান,সাধারণ সম্পাদক নূর হোসেন বুলু, পাঁচলাইশ থানা শ্রমিক লীগের সভাপতি মোঃ শাহাদাত হোসেন, মোঃ খোরশেদ আলম, রফিকুল ইসলাম, মোঃ শাহাবুদ্দিন, মোঃ আফসার হোসেন, সেলিম, মোহাম্মদ আনোয়ার হোসেন প্রমুখ।