আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে চলতি মাসের আগামী ২৭ তারিখ । অনুষ্ঠিতব্য নির্বাচনে ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ শহিদুল আলম তাঁর ওয়ার্ডের বাসিন্দাদের নোট নয়,সৎ যোগ্য ও শিক্ষিত প্রার্থী দেখে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন।
শনিবার (৯জানুয়ারি) ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের চকবাজার ধুনির পোল,কেবি আমান আলী রোড,বড় মিয়া মসজিদ এলাকা,বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয় সড়ক, রসূলবাগ আবাসিক মসজিদ এলাকা, বিকল্প খালের পাড় এলাকায় স্থানীয় জনগণ,ওয়ার্ড আওয়ামী লীগ ও অত্র সংগঠনের নেতা-কর্মীদের সাথে নিয়ে গণ সংযোকালে তিনি একথা বলেন।
তিনি বলেন,আপনারা যোগ্য লোককে নির্বাচিত করে নিজের বিবেককে জয়ী করুন। এতে সমাজ ও নগরবাসী কাংখিত নাগরিক সেবা পেলে চট্টগ্রাম নগরী স্মার্ট সিটিতে পরিণত হবে বলে তিনি মন্তব্য করেন। তিনি ২৭ জানুয়ারির ভোটে মেয় পদে রেজাউল ভাইকে নৌকা ও কাউন্সিলর পদে তাঁকে ঘুড়ি মার্কায় ভোট দিয়ে জয়ি করতে এলাকাবাসীর প্রতি সহযোগীতা কামনা করেন ।
এসময় ওয়ার্ড আওয়ামী লীগ নেতাদের মধ্যে রফিক উদ্দীন,মুজিবুর রহমান,মনসুর আলী,কামাল আহমদ, ডা.ইমরান,মামুন,আব্দুল হাকিম, হেলাল,আজগর হোছাইন,নাজিম দেওয়ান ও ছাত্রনেতা আহমদ শুভ তাঁর সাথে ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিঃ