নিজস্ব প্রতিবেদকঃ-
আজ স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ১৯৭২ সালের ঐতিহাসিক এই দিনে বঙ্গবন্ধু পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে রক্তস্নাত স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের মাটিতে পা রাখেন। পূর্ণতা পায় বাঙালির বিজয়। মহান এই নেতার প্রত্যাবর্তনে স্বাধীনতা সংগ্রামের বিজয় পূর্ণতা পায়।
দিবসটি উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে টাইগারপাসস্থ অস্থায়ী অফিস চত্বরে ও বড়পুলস্থ জাতির জনকের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজনের পক্ষে আজ রোববার সকালে জাতির জনকের প্রতিকৃতিতে এ শ্রদ্ধা নিবেদন করেন কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীগণ।
এ উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত সভায় কর্পোরেশনের কর্মকর্তাগণ বলেন, সাম্প্রতিক সময়ে ভাস্কর্য নিয়ে যে বিতর্কের সৃষ্টি হয়েছে তা অনভিপ্রেত। কারণ জাতির জনক বাঙ্গালির লড়াই-সংগ্রাম, অহংকার ও ইতিহাসের সাথে মিশে আছে। তারা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের এই দিনে তাঁর স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী
শেখ হাসিনা যে প্রকল্পগুলো বাস্তবায়ন করেছেন তার সফল সমাপ্তি জাতিকে নতুন ভবিষ্যতের
স্বপ্ন দেখাচ্ছে বলে উল্লেখ করেন।
এসময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের সচিব আবু শাহেদ চৌধুরী, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, প্রশাসকের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, উপ-সচিব আশেক রসুল চৌধুরী টিপু, সহকারী সচিব নজরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মির্জা ফজলুল কাদের, প্রশাসকের সহকারী একান্ত সচিব স্বরুপ দত্ত রাজু, সিবিএ সভাপতি ফরিদ আহাম্মেদ, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রতন দত্ত ও রতন চৌধুরী প্রমুখ ।