আব্দুল গফুরঃ-
চট্টগ্রাম নগরীর জনকির্ণ ও আবাসিক এলাকাসমূহ ঘেঁষে পোড়ানো হচ্ছে সিটি কর্পোরেশনের ময়লার স্তুপ। ফলে দূষিত হচ্ছে পরিবেশ। ময়লা পোড়ানোর ধোঁয়ায় ক্ষতির ঝুঁকিতে পড়েছে নগরবাসীর স্বাস্থ্য।
এমন দৃশ্য চোখে পড়ে নগরীর হালিশহর নয়াবাজার মোড়ে। সারাদিন বিভিন্ন এলাকা থেকে ময়লা সংগ্রহ করে এনে, বিকেল বেলা থেকে এই জনকির্ণ আবাসিক এলাকা সলগ্ন স্থানে এগুলো আগুন দিয়ে পোড়াতে দেখা যায় সিটি কর্পোরেশনের লোকদের।
ময়লা পোড়ানোর ছবিটি বৃহস্পতিবার (৭ জানুয়ারি ) বিকালে তোলা।
ছবিঃ আবদুল গফুর।