নিজস্ব প্রতিবেদকঃ-
চট্টগ্রামে পুলিশের তালিকাভুক্ত নগরীর অন্যতম শীর্ষ সন্ত্রাসী নুরে আলম (প্রকাশ) নুরুকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৯ জানুয়ারি) রাত ১২টায় নোয়াখালীর বেগমগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছে সিএমপি।
আজ শনিবার ( ৯ জানুয়ারী) দুপুর ১২টায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) উপ-কমিশনার
(পশ্চিম) এর কার্যালয়ে এ ব্রিফিংয়ের অনুষ্ঠিত হয়।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ জানায়, নুরু নগরীর আকবরশাহ থানাধীন এলাকার পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী।
সে পূর্ব ফিরোজশাহ কলোনির নাছিয়া ঘোনা এলাকায় সব অপকর্মের মুল ‘হোতা’ নুরে আলম (প্রকাশ) নুরুর বিরুদ্ধে পাহাড় কাটা, কাঠ পাচার, মাদক বিক্রি ও অবৈধ অস্ত্র সহ নানা অভিযোগে ২৮টি মামলা রয়েছে আকবর শাহ ও খুলশী থানায়।
ব্রিফিংয়ে বলা হয়, এসব অভিযোগে সম্প্রতি সময়ে নুরুকে গ্রেফতারে অভিযানে গেলে পুলিশের ওপর হামলা চালায় নুরুর সশস্ত্র সহযোগীরা। অভিযানে নুরুর ১২ সহযোগীকে গ্রেফতার করতে পারলেও সে অভিযানে পাওয়া যায়নি নুরুকে। পরে আরেক দফা অভিযানেও পালিয়ে বাঁচে নুরু।
ব্রিফিংয়ে পুলিশ আরো জানায়, ২০১৪ সালের একটি অস্ত্র মামলায় ১৭ বছরের সাজা হয়েছিল নুরুর। এছাড়া ২০১৯ সালে তার বিরুদ্ধে সাজার পরোয়ানা হলেও সেটির কোনো রেকর্ড ছিলনা থানায়। পুলিশ আরো জানায়, এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচারের পর বৃহস্পতিবার নুরুর সাজার পরোয়ানা থানায় আসে। একটি অস্ত্র মামলায় সাজাও রয়েছে নুরুর বিরুদ্ধে।