নিজস্ব প্রতিবেদক :-
চকবাজার থানা ও ওয়ার্ড ছাত্রলীগের উদ্যেগে ভাষার মাসের প্রথম প্রহরে মহান ভাষা শহীদদের স্মরনে মহসিন কলেজ’র শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন ও বঙ্গবন্ধু চত্বরে শ্রদ্ধা নিবেদন করা হয়।
উক্ত প্রোগ্রামে আব্দুল আল সাঈদ এর সভাপতিত্বে ও রাকিব খান রাহি এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকবাজার ওয়ার্ড আওয়ামিলীগের সাধারণ -সম্পাদক মোজাহের ইসলাম, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সদস্য সৈয়দ আচরা উল্লাহ আদিল , এডভোকেট শাকিল আজম,এডভোকেট মান্না দে।
বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি মনজু করিম, মহসিন কলেজ ছাত্রলীগ নেতা আকমাম বাপ্পি,থানা ছাত্রলীগের উপস্থিত ছিলেন গালিব, আরমান,মঈন, সাব্বির,রিয়াজ,আবরার,কায়ুম,রাবি,পারভেজ,ইয়াসিন,ইসমাইল, হোসেন,মিজানুর রহমান প্রমুখ।