নিজস্ব প্রতিবেদক :-
করোনা ভাইরাস প্রতিরোধে ও সংক্রমণ রোধে বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে হাত ধোয়ার সাবান, মুখের মাস্ক ও সচেতনমুলক লিফলেট বিতরন করা হয়েছে।
বুধবার বেলা ১২ টায় নগরীর ৭নং ওয়ার্ডে আমিন জুট মিল শান্তি নগর এলাকায় এ কর্মসূচি করা হয়।
এসময় জনসাধারণকে করোনাভাইরাস নিয়ে আতংকিত না হয়ে সতর্ক হওয়ার অনুরোধ জানান বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন নবাব হোসেন মুন্না।
বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের পরিচালক সানিয়া কবির সানি বলেন প্রয়োজন ছাড়া ঘর থেকে বাহির না হয়ে ঘরে অবস্থান করুন, সব বিষয়ে সতর্ক থাকুন।
কর্মসূচিতে আরো অংশ নেয় সংগঠনের সদস্য শাহাদাত হোসেন, ইমন আনসারী, মোহাম্মদ ইব্রাহিম প্রমুখ।