আরফানুর রহমান নয়ন :-
করোনা সংক্রমনের মাঝেই নতুন ভাইরাসের হানা।এবার চীনে হানা দিয়েছে হান্টা ভাইরাস।করোনা ভাইরাস দাপট দেখাতে দেখাতে গোটা পৃথিবীকে নাজেহাল করে দিয়েছে ৷ এর মধ্যেই চিনে নয়া মরণ ভাইরাস হান্টা দেখা দেয়ায় নতুন উদ্বেগ দেখা দিয়েছে চীনের মানুষের মাঝে ৷
ইঁদুর বাহিত এই রোগে ইতিমধ্যেই চিনের ইউনান প্রদেশে একজনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে ৷ মৃত ব্যক্তির সঙ্গে বাসে যে ৩২ জন সহযাত্রী ছিলেন তাঁদেরকেও নিয়ে যাওয়া হয় হাসপাতালে।পরিক্ষা করা হচ্ছে তাদেরও।
জানা যায়, শান্ডোগ থেকে ফিরছিলেন হান্টায় মৃত সে ব্যক্তিটি৷ করোনা ভাইরাসে যেখানে মৃত্যুর হার ২ থেকে ৩ শতাংশ সেখানে হান্টা ভাইরাসে মৃত্যুর হার ৩৮ শতাংশ বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
বিশেষজ্ঞগণ আরো জানান, ইঁদুরের মল থেকে এই রোগ ছড়ায়, এই রোগের ক্ষেত্রে শারীরিক সিম্পটম অনেকটাই করোনার মতো ৷ জ্বর, সর্দি থাকে তাছাড়াও এর ক্ষেত্রে পেটে বিভিন্ন গণ্ডগোল এবং শারীরিক দুর্বলতা এবং মাথা ঘোরার মতো বিষয় গুলিও দেখা দিতে পারে বলেন জানান তারা।
এদিকে এই রোগেও শেষমেষ মানুষ ফুসফুসে সংক্রমণ হয়েই মারা যায় ৷ তবে এই ভাইরাস নতুন নয় ৷ কিন্তু এই করোনা সংক্রমণের মধ্যেই নতুন ভাইরাস সামনে আসায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে গোটা বিশ্বে ৷
তবে বিশেষজ্ঞগণ বলেন এই ভাইরাস বায়ুবাহিত রোগ নয়,তবে এর মরণ ক্ষমতার জন্য বিষয়টি মারাত্মক ভয়ের ৷