আব্দুল আওয়াল মুন্না:-
করোনা ভাইরাসে অঘোষিত লকডাউনে যখন নিম্ন আয়ের মানুষ অসহায় হয়ে পড়ে তখন সমাজ সেবায় নিয়োজিত রেখেছেন হাটহাজারী থানার ১নং দক্ষিন পাহাড়তলী ওয়ার্ডের স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থী ইকবাল হোসেন রাশেদ। তার অর্থায়নে প্রায় ১২ শত গরীব-অসহায় দরিদ্র ও বস্তিবাসী পরিবারের জন্য ২৯ মার্চ রবিবার খাদ্য-সামগ্রী বিতরণের জন্য চাল, ডাল, আলু, তেলসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর প্যাকেটজাত করেন।
গেলে ইকবাল হোসেন রাশেদ বলেন, একজন জনপ্রতিনিধির কাজ হচ্ছে জনগনের সেবা করা। বিপদে-আপদে এলাকার সাধারণ মানুষের পাশে থাকা। আমিও ঠিক তাই করছি। আমি আমার এলাকার অসহায় দরিদ্র ও বস্তিবাসী মানুষের পাশে আছি, পাশে থাকব ইনশাআল্লাহ।
দেশের এই সংকটময় পরিস্থিতিতে খাদ্য সামগ্রীসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী পেয়ে অনেকটা স্বস্তি ফিরে এসেছে অসহায় দরিদ্র ও বস্তিবাসী মানুষের মাঝে।