জে আর জিতু (মীরসরাই) :-
মীরসরাইয়ে করোনা ভাইরাস প্রতিরোধে বাড়ীতে অবস্হানের ঘোষনায় বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। এই সময় শ্রমজিবী মানুষদের দূ্র্ভোগে অসহায় মানুষদের পাশে দাড়াতে বিশিষ্ট সমাজ সেবক মেরিন ইন্জিনিয়ার এস এম নিজাম উদ্দিন এর সার্বিক সহযোগীতায় ছাত্র ও যুব সমাজের উদ্যােগে ত্রাণ বিতরণ করা হয়।
৬ নং ইছাখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ড ইদিলপুর গ্রামে ৩০ শে মার্চ সোমবার সকাল ১০ টায় অত্র এলাকার উত্তর কাজী গ্রাম থেকে শুরু করে দক্ষিন কাজী গ্রামের মুসলিম হিন্দু ও জেলে পরিবার সহ মোট ৬০ পরিবারের মাঝে চাল,ডাল, পিয়াজ, আলু, সেলাইন, সাবান সহ নিত্য পন্য খাবার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্হিত ছিলেন, মীরসরাই উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মাহমুদুল হাসান মারুফ। যুবলীগ নেতা ইউনুস রাশেদ। উপজেলা ছাত্রলীগের সদস্য ইমাম হোসেন রাসেল। সংবাদকর্মী জিয়াউর রহমান জিতু। আব্দুল মান্নান লিটন, মোঃ হেলাল। আরিয়ান ইমন, তুহিন, মোমিন সহ এলাকার সচেতন ব্যাক্তিবর্গ।