চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ)
জাহানারা ফেরদৌস এর নেতৃত্বে আজ সকালে চট্টগ্রাম মহানগর এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানকালে নগরীর পোর্ট কানেকটিং রোডের সাগরিকা মোড় থেকে নয়া বাজার পর্যন্ত রাস্তারউপর অবৈধ ভাবে গাড়ী পার্কিং করে রাস্তার চলমান উন্নয়ন কাজে বাধা সৃষ্টির দায়ে ০৭ টি কভারভ্যান/ট্রাককে পনের হাজার টাকাজরিমানা করা হয়।
উক্ত সড়কে এই অভিযান নিয়মিত পরিচালিত হবে বলে জানান কর্তৃপক্ষ। অভিযানকালে সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী
আবু সাদাত মোহাম্মদ তৈয়ব সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটদ্বয়কে সহায়তা প্রদান করেন।