নিজস্ব প্রতিবেদক :-
চট্টগ্রাম নগরীতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম-জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌস এর নেতৃত্বে আজ সকালে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে নগরীর চকবাজার থানাধীন কাঁচা বাজার মোড় হতে ফুলতলা পর্যন্ত রাস্তার উভয় পার্শের অবৈধ ভাসমান দোকান পাট উচ্ছেদ করা হয়।
এ সময় অবৈধ ভাবে ফুটপাত ও চসিক মার্কেটের অংশ দখল করে ফলের দোকান দিয়ে সর্বসাধারনের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে দুটি দোকানেেকে পাঁচ হাজার টাকা করে দশ হাজার টাকা এবং চকবাজার কাঁচাবাজারের প্রবেশ মুখের চলাচলের পথে অবৈধ ভাবে ভাসমান দোকান বসানোর অপরাধে তিনটি দোকানকে দুই হাজার করে ছয় হাজার টাকা সহ সর্বমোট ষোল হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে সিটি কপোর্রেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটদ্বয়কে সহায়তা প্রদান করেন।