আবু হেলাল,(শেরপুর):-
শেরপুর জেলার আন্তঃজেলা কুখ্যাত চোর আলী (৩৭) ওরফে আলী চোরাকে গ্রেফতার করেছে শেরপুর সদর থানার পুলিশ । জানা গেছে , ধৃত চোর শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সীমান্তঘেষা বাকাকুড়া গ্রামের মৃত মঞ্জুরুল হকের ছেলে ।ধৃত চোর আলীর দেয়া স্বীকারোক্তি অনুযায়ী ১৫সেপ্টেম্বর মঙ্গলবার রাতে ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলা থেকে শেরপুর হতে চুরি করে নিয়ে যাওয়া একটি ব্যাটারী চালিত অটোরিক্সা উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের রৌহা মধ্যপাড়া গ্রামের বাসিন্দা দুলু মিয়ার ছেলে শহীদ মিয়া (২০)চলতি বছরের ১৬জুলাই সকালে জীবীকার সন্ধানে তার অটোরিক্সা নিয়ে শেরপুর শহরে যায়। পরে ওই দিন সকাল সাড়ে ১১টার দিকে সংঘবদ্ধ আন্তঃজেলা চোর দলের অন্যতম সদস্য আলী চোর অটোরিক্সা ছিনতাই করার উদ্দেশ্যে চালক শহীদ মিয়াকে শেরপুর শহরের থানার মোড় থেকে তারাকান্দি বাজারে যাবার কথা বলে তার অটোরিক্সাটি ভাড়া করে ভাতশালা পল্লীবিদ্যুৎ অফিসের কাছে নিয়ে গিয়ে চালক শহীদ মিয়াকে জুস খাইয়ে অজ্ঞান করে তার অটোরিক্সা নিয়ে পালিয়ে যায়।পরে অটোরিক্সাটি ত্রিশাল উপজেলায় বিক্রি করে দেয়।
এদিকে ওই কুখ্যাত চোর আলী গত ২০ আগস্ট একটি মামলায় ভালুকা থানা পুলিশ তাকে আটক করে। পরে শেরপুর সদর থানার মামলায় আটক দেখিয়ে ময়মনসিংহ জেলা কারাগার থেকে রিমান্ডে শেরপুর নিয়ে আসা হয়।পরে ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই )সালামত সঙ্গীয়
ফোর্সসহ ত্রিশাল উপজেলায় অভিযান চালিয়ে শেরপুর হতে শহীদ মিয়ার চুরি হওয়া অটোরিক্সাটি উদ্ধার করে শেরপুর
সদর থানায় নিয়ে আসা হয়।
পুলিশ সূত্র জানিয়েছেন,কুখ্যাত আলী চোরের বিরুদ্ধে ভালুকা, গাজীপুর, ঢাকা, টাঙ্গাইল,জামালপুর, শেরপুর ও ঝিনাইগাতীতে চুরিসহ বিভিন্ন অপরাধে অর্ধশত মামলা রয়েছে।