নিজস্ব প্রতিবেদকঃ-
চট্টগ্রাম নগরীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধভাবে ফুটপাত দখলের দায়ে আট ব্যক্তি/প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌস এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা হয়।
এসময় আগ্রাবাদ এক্সেস রোড হয়ে পোর্ট কানেকটিং রোডের বড়পোল মোড় থেকে নিমতলা বিশ্ব রোড পর্যন্ত রাস্তার উভয় পাশের ফুটপাত অবৈধভাবে দখল করে গড়ে উঠা দোকান পাট, দোকানের বর্ধিত অংশ, স্তপকৃত মালামাল ও নির্মাণ সামগ্রী অপসারণ করা হয়। অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটদ্বয়কে সহায়তা প্রদান করেন।