নিজস্ব প্রতিবেদকঃ-
বাংলা গানের জগতে অনন্য নক্ষত্র চট্টগ্রামের গীতিকার,লেখক ইমরান ফারুকী। আশির দশক এর ব্যান্ড গোল্ডেন বয়েজের এক তারকা ছিলেন তিনি। দলের প্রধান ছিলেন তিনি এবং পাশাপাশি গীটার বাজাতেন দলে। এখনো তিনি সংগীতের সাথেই আছেন যদিও মাঝে বিরতিতে ছিলেন দীর্ঘ সময়। গীটারের শিক্ষক হয়ে তৈরী করেছেন বাংলা গানের জগতে কিছু অনন্য নক্ষত্র। তিনি এখন গীটারের পাশাপাশি নাম লিখিয়েছেন গীতিকার ও সুরকারের তালিকাতে করেছেন বেশ কয়েকটি গান, তার মধ্যে “ইউরেকা” এবং “এসেছে বৈশাখ” গান দুটি বেশ শ্রোতা প্রিয় হয়েছে। সামনে তার পরিকল্পনা এই গান গুলোর উপর মিউজিক ভিডিও তৈরী করার। এই গুনি মানুষটি থেমে নেই সেখানেও শুরু করেছেন লেখালেখি এবং এখানেও রেখেছেন তার জ্ঞ্যানের অসামান্য ছাপ এবং পেলেন বেগম রোকেয়া সাহিত্য একাডেমি থেকে “পরিত্যাক্ত পান্ডুলিপি” কবিতার জন্যে সম্মাননা স্বারক। তার লেখা দেশের গন্ডি পেরিয়ে প্রশংসিত হয়েছে কলকাতার বেশ কয়টি অনলাইন কবিতার পোর্টাল গুলোতে।